জাতীয়

ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু

  প্রতিনিধি ৮ মে ২০২৪ , ১১:৩৯:২৮ প্রিন্ট সংস্করণ

ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগামী ১৪ মে ঢাকায় আসছেন।

সূত্র জানিয়েছে,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব ও পরবর্তী ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে যেটুকু দূরত্ব তৈরি হয়েছে, এই সফরের মধ্যে দিয়ে সেটি নিরসন ও ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনার জন্যই আসছেন ডোনাল্ড লু। আর সেই উদ্দেশ্যে দুইদিনের সফরে সরকারি ও বেসরকারি পর্যায়ে একাধিক বৈঠক ও মতবিনিময় সভায় অংশ নেবেন মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন,সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরের সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মন্ত্রী। দুই দিনের ঢাকা সফরের সময় ডোনাল্ড লুর নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে।

এর আগে গত বছরের জানুয়ারিতে মার্কিন মন্ত্রী ঢাকা সফরে এসেছিলেন। পরের কয়েক মাসে ঢাকায় অংশীদারত্ব, প্রতিরক্ষা ও নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। এবারদুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ তিন ফোরাম অংশীদারত্ব, প্রতিরক্ষা ও নিরাপত্তা সংলাপ ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ার কথা। আবার এ বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এমন প্রেক্ষাপটে এই বৈঠকগুলোর ভবিষ্যৎ কী, তা নিয়ে ঢাকা সফরের সময় আলোচনা করতে পারেন ডোনাল্ড লু।

আরও খবর

                   

সম্পর্কিত