প্রতিনিধি ২ মে ২০২৪ , ১০:৩৮:৫৫ প্রিন্ট সংস্করণ
ব্যক্তিগত গাড়িতে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে রাজধানীতে চলছে নানা অপরাধীরা। পুলিশের চোখ ফাঁকি দিতেই তাঁদের গাড়িতে স্টিকার ও লোগো ব্যবহার করে আসছে।
খোদ ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলছেন, অপরাধীদের নিয়ে চলা এসব গাড়িগুলোর অধিকাংশতেই ব্যবহার হচ্ছে ভুয়া স্টিকার। তার মধ্যে পুলিশে স্টিকারই বেশি। যদিও অপরাধীদের সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই। তাই রাস্তায় পুলিশের স্টিকারযুক্ত কোনো গাড়ি দেখলে ডিউটিরত থানা ও ট্রাফিক পুলিশকে যাচাইয়ের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
পুলিশ কিংবা ডিএমপির লোগো লাগিয়ে রাস্তায় চলাচল করা গাড়িগুলো আসলেই কোনো পুলিশ অফিসারের গাড়ি কি না তা যাচাই করতে হবে। যদি যাচাই করে দেখা যায় সেটা পুলিশের গাড়ি নয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডিএমপির ক্রাইম ও ট্রাফিক বিভাগ বিষয়টি নজর রাখবে।
তিনি আরও বলেন, সমাজে অপরাধের কারণ অনুসন্ধান করে সেগুলো প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে।
কমিশনার বলেন, অন্যান্য রমজানের চেয়ে এবার রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল। ডিএমপির ট্রাফিক বিভাগের সঙ্গে ক্রাইম বিভাগও আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। ট্রাফিক নিয়ন্ত্রণ ট্রাফিক বিভাগের একার কাজ, এমনটা ভাবা যাবে না। ক্রাইম বিভাগের যাদের সামনে রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা দেখা যাবে তিনি সেখানে কাজ করবেন।