প্রচ্ছদ

বড় জয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল

  স্পোর্টস ডেস্ক ২৫ নভেম্বর ২০২৪ , ৯:০৭:৩০ প্রিন্ট সংস্করণ

টানা দুই ম্যাচ ড্র করে পেছনে ছুটতে থাকা দলগুলোর সঙ্গে পয়েন্ট ব্যবধান আগেই কমিয়ে রেখেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ সেই সুযোগটা কাজে লাগানোর লক্ষ্য নিয়েই হয়তো লেগানেসের মুখোমুখি হয় গতকাল (রোববার)। যদিও তারা এখনও চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে। লেগানেসের বিপক্ষে এমবাপে-গুলার ও ফেদে ভালভার্দেদের গোলে ৩-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল।

প্রতিপক্ষের মাঠে তুলনামূলক ভিন্ন রক্ষণভাগ নিয়ে নামে রিয়াল। অধিনায়কত্বের আর্মব্যান্ড পরা ভালভার্দেকে দেখা যায় রক্ষণ সামলাতে। অন্যদিকে, আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপেরা ম্যাচজুড়ে প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়েছেন।

ম্যাচে লস ব্লাঙ্কোসরা লিড নিতে সময় নেয় ৪৩ মিনিট পর্যন্ত। এর আগে অফসাইড ও প্রতিপক্ষ গোলবারে তারা বারবার পরাস্ত হয়েছে। পঞ্চম মিনিটে গোলের লক্ষ্যে প্রথম শটটি নেন এমবাপে। তার সেই প্রচেষ্টা অনায়াসে ঠেকান গোলরক্ষক। মিনিট ছয়েক পরই তিনি গোল করে উদযাপন শুরু করতেই সেটি কাটা পড়ে অফসাইডে। এরপর গোলবারে গিয়ে দুই দলই একাধিকবার ব্যর্থ হয়। ফলে রিয়াল কাঙ্ক্ষিত গোল পায় বিরতিতে যাওয়ার আগমুহূর্তে। ৪৩তম মিনিটে লেগানেস রক্ষণের অসতর্কতায় ভিনিসিয়ুসের পা ধরে ফাঁকা জালে বল পাঠান এমবাপে।

এ নিয়ে রিয়ালের হয়ে লা লিগায় সপ্তম গোল করলেন এই ফরাসি অধিনায়ক। এ ছাড়া গত চার ম্যাচের গোল-খরাও কাটালেন এমবাপে। তার গোলে অ্যাসিস্ট করা ভিনিসিয়ুস গোল না পেলেও পুরো ম্যাচে ছন্দময় পারফরম্যান্সই করেছেন।

আরও খবর

                   

সম্পর্কিত