ফুলবাড়িয়া প্রতিনিধি ৮ জুন ২০২৪ , ১:৫০:২৩ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ১৫১ ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের এমপি শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মালেক সরকার এঁর পক্ষে ৭ জুন ঐতিহাসিক ৬,দফা দিবস উদযাপন করা হয়েছে।
স্থানীয় সরকারী ডাকবাংলো মাঠে সাবেক অাওয়ামীলীগ নেতা সিরাজউদ দৌলা মুঞ্জুর সভাপতিত্বে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রফেসর নজরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, উপজেলা আওয়ামী লীগ সমাজকল্যাণ বিয়ষক সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী নেতা গোলাম ফারুক,এজিদুল ইসলাম, বড়বিলা (প্রাঃ) লিঃ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম তারা,শ্রমিকলীগ নেতা আহসান হাবিব ইলিয়াস সহ প্রমুখ বক্তব্যে রাখেন। আলোচনার পূর্বে পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।পথযাত্রায় উপজেলা আওয়ামী লীগে অঙ্গ সংগঠন নেতা কর্মী অংশ গ্রহন করেন।