অপরাধ

ফাইরুজ সাদাফের আত্মহত্যা

  প্রতিনিধি ২৪ মার্চ ২০২৪ , ২:৩৬:৫৫ প্রিন্ট সংস্করণ

Jagannath University
ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় দায়ীদের দ্রুত বিচারের দাবিতে সাবেক শিক্ষার্থীদের মানববন্ধন। ২৩ মার্চ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছবি: সংগৃহীত

দায়ীদের দ্রুত বিচারের দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় দায়ীদের দ্রুত বিচারের দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থীরা এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান। অবন্তিকা নিজেও আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

‘আইন ষষ্ঠ ব্যাচ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়’–এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া সাবেক শিক্ষার্থীদের বেশিরভাগ বর্তমানে আইনজীবী হিসেবে কাজ করছেন।

মানববন্ধনে আইনজীবী সুস্মিতা চন্দা বলেন, ‘অবন্তিকা আত্মহত্যা করার আগে সুইসাইড নোট লিখে গেছে। সেখানে সে নিজেই দায়ীদের পরিচয় জানিয়ে গেছে। আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনার বিচারে তৎপর থাকুক। যেন অন্য কোন শিক্ষার্থীকে আর এ পথ বেছে নিতে না হয়।’

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘অবন্তিকার মৃত্যুর পরে আমরা সুষ্ঠু বিচারের দাবিতে সোচ্চার হয়েছি, যেন দেশের আর কোন বিশ্ববিদ্যালয়ে আর কোন অবন্তিকাকে আত্মহুতি দিতে না হয়। নারী শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়তে না পারলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রকৃত অর্থে মুক্ত জ্ঞানের চর্চার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। বিশ্ববিদ্যালয় নিপীড়ক মুক্ত থাকুক।’

মানববন্ধন শেষে সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেন। সেখানে অবন্তিকার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

মানববন্ধন, ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন আইনজীবী সুব্রত নন্দী, আলমগীর হোসাইন, সাজ্জাদ হোসেন, মাহমুদুল হাসান, মেহেদী হাসান, মাসুদুর রহমান, বিআরইবি কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রমুখ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী অবন্তিকা গত ১৫ মার্চ রাত ১০টার দিকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে কুমিল্লার বাড়িতে রশিতে ঝুলে আত্মহত্যা করেন। ফেসবুক পোস্টে অবন্তিকা বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠীর বিরুদ্ধে যৌন হয়রানিসহ নানা ধরনের নিপীড়নের অভিযোগ করেন। ওই পোস্টে একজন সহকারী প্রক্টরের বিরুদ্ধে ছেলেটির পক্ষ নিয়ে তাঁর সঙ্গে খারাপ আচরণের অভিযোগও করেন তিনি। সেখানেই আত্মহত্যার কথা লিখেছিলেন অবন্তিকা।

এ ঘটনার প্রতিবাদে আন্দোলন শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পরে অবন্তিকা যাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, সেই সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও খবর

                   

সম্পর্কিত