প্রযুক্তি

ইন্টারনেট সংযোগ ছাড়াই ইউটিউবে ভিডিও দেখবেন যেভাবে

  প্রতিনিধি ১৪ মে ২০২৪ , ১২:৫০:০০ প্রিন্ট সংস্করণ

ইন্টারনেট সংযোগ ছাড়াই ইউটিউবে ভিডিও দেখবেন যেভাবে
ইন্টারনেট সংযোগ ছাড়াই ইউটিউবে ভিডিও দেখবেন যেভাবে

ইউটিউব। কিন্তু সেখানে ভিডিও দেখতে গিয়ে খরচ করতে হয় ডাটা। তবে এমন এক পদ্ধতি রয়েছে, যার মাধ্যমে ইন্টারনেট ছাড়াই চালানো যায় ইউটিউব।

ইন্টারনেট সংযোগ ছাড়াই ইউটিউবে ভিডিও দেখবেন যেভাবে | The Daily Star Bangla

কিছু ভিডিও আছে, যা বারবার দেখতে ভালো লাগে বা দেখার প্রয়োজন হয়।অনেকে শিক্ষণীয় বিভিন্ন পাঠ একাধিকবার দেখেন। এসব ভিডিও বারবার দেখার জন্য ইন্টারনেট খরচ কেন করছেন?

ইন্টারনেট চালু করে ইউটিউবে এসব কনটেন্ট দেখলে ডাটা খরচ হয়। কিন্তু অফলাইন মোডে রাখলে বেশি ডেটা খরচ হবে না। সেভ করা ভিডিও যতবার খুশি, ততবার দেখা যায়।

অ্যান্ড্রয়েডে ইউটিউব ভিডিও ডাউনলোড করা বেশ সহজ। আপনার ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভর করে আপনি অফলাইনে দেখার জন্য সুনির্দিষ্ট কিছু ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারেন।

অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন ও দেখবেন:

#আপনার ফোনে ইউটিউব মোবাইল অ্যাপটি খুলুন।

#উপরের ডানদিকে’সার্চ’বারটি ব্যবহার করে আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান, তা অনুসন্ধান করুন৷

#ভিডিওতে ট্যাপ করে ওয়াচ পেজে যান এবং ডাউনলোড বাটনে ক্লিক করুন৷ অথবা, ভিডিওর শিরোনামের পাশে তিনটি বিন্দু চিহ্নে ক্লিক করুন এবং ‘ডাউনলোড ভিডিও’ নির্বাচন করুন।

একবার আপনার ইউটিউব ভিডিও ডাউনলোড হয়ে গেলে, আপনি নিচে ‘ভিডিও ডাউনলোডেড’ পপ-আপ দেখতে পাবেন৷ এছাড়াও, ‘ডাউনলোড’ বাটনটি এখন দেখাবে ‘ডাউনলোডেড’৷ অর্থাৎ আপনি এখন ইন্টারনেট সংযোগ ছাড়াই এই ভিডিও অফলাইনে দেখতে পারবেন।

তবে আরও একটি উপায় রয়েছে, যার জন্য মাসিক সাবস্ক্রিপশন ফি দিতে হবে। এটি হলো ইউটিউব প্রিমিয়াম। এখানে স্মার্ট ডাউনলোড ফিচারও পাওয়া যাবে। ইউটিউব প্লে লিস্টে যোগ হয়ে যাবে ভিডিও। তা অফলাইনে দেখা যাবে।

আরও খবর

                   

সম্পর্কিত