শিক্ষা

ডুয়েট কম্পিউটার সোসাইটির উদ্যোগে ডুয়েটে ‘মাসিক প্রোগ্রামিং কনটেস্ট’ অনুষ্ঠিত হয়েছে।

  সকালের দুনিয়া ডেস্ক ২ নভেম্বর ২০২৪ , ৮:২১:১৫ প্রিন্ট সংস্করণ

আজ শনিবার ২রা নভেম্বর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্লাব ডুয়েট কম্পিউটার সোসাইটির উদ্যোগে ডুয়েটের শিক্ষার্থীদের প্রোগ্রামিং এ আগ্রহী ও তাদেরকে আরও উৎসাহী করে তোলার লক্ষে ‘মাসিক প্রোগ্রামিং কন্টেস্ট’ এর আয়োজন করা হয়েছে।

ডুয়েট কম্পিউটার সোসাইটির নির্বাহী সদস্যদের পরামর্শের ভিত্তিতে শিক্ষার্থীদের প্রোগ্রামিং এ দক্ষতা বৃদ্ধির লক্ষে কিছু কার্যক্রম গৃহীত হয়, তারই ধারাবাহিকতায় শুরু হয়েছে মাসিক প্রোগ্রামিং কনটেস্ট। প্রোগ্রামিং এই কনটেস্ট এর আয়োজন ও পরিকল্পনা বাস্তবায়নে ছিলেন ডুয়েট কম্পিউটার সোসাইটির সহ-সভাপতি অনিক দেব, এ্যালগরিদম সেক্রেটারি রাকিব হোসেন ও অর্থসম্পাদক সজিবুর রহমান।

ডুয়েট কম্পিউটার সোসাইটির সভাপতি তানভির আহমেদ জানান, ডুয়েট কম্পিউটার সোসাইটি শিক্ষার্থীদের তথ্য ও প্রযুক্তি সেক্টরের জন্য উপযুক্ত দক্ষ জনশক্তি তৈরির জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে। তার মধ্যে মাসিক প্রোগ্রামিং কনটেস্ট, সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা, প্রোগ্রামিং কর্মশালাসহ নানামুখী কার্যক্রম উল্লেখযোগ্য। তিনি আরও বলেন তাদের এই মাসিক প্রোগ্রামিং কনটেস্ট প্রতিমাসে নিয়মিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উক্ত মাসিক প্রোগ্রামিং কনটেস্টে টেকনিক্যাল সাপোর্ট হিসেবে ছিল ডুয়েটের সিএসই বিভাগ এবং বিভিন্ন পরামর্শ দিয়ে পাশে ছিলেন ডুয়েট কম্পিউটার সোসাইটির মডারেটর সহকারী অধ্যাপক খাজা ইমরান মাসুদ।

আরও খবর

                   

সম্পর্কিত