সারাদেশ

এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠ ঈদ জামাতের জন্য প্রস্তুত

  দিনাজপুর প্রতিনিধিঃ ১৬ জুন ২০২৪ , ৭:৪৬:৪৫ প্রিন্ট সংস্করণ

এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠ ঈদ জামাতের জন্য প্রস্তুত
এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠ ঈদ জামাতের জন্য প্রস্তুত। (নিজস্ব ছবি)

পবিত্র ঈদ উল আযহার নামাজ সুষ্টভাবে সম্পন্নকরণের লক্ষ্যে দিনাজপুর গৌর শহীদ ময়দানে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ পরিদর্শন করলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

শনিবার সকাল সাড়ে ১১.০০ টায় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন তিনি।

এ সময় হুইপ ইকবালুর রহিম বলেন, জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে ও সহযোগিতায় আমরা পবিত্র ঈদ উল আযহার নামাজ সুষ্ঠুভাবে আদায়ের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহন করেছি। যাতে মুসল্লিরা সুষ্ঠভাবে ঈদের নামাজ আদায় করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সর্ববৃহৎ ঈদের নামাজ আদায়ের জন্য তিনি দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছেন।

পঞ্চগড় থেকে দিনাজপুর এবং পার্বতীপুর থেকে দিনাজপুর। মুসল্লিদের আনা নেয়ার কাজে ব্যবহার করা হবে এই ট্রেন। মুসল্লিদের নামাজে যেন কষ্ট না হয় এ কারনে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছি। ওজুর ব্যবস্থা করেছি। আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে আইনশৃঙ্খলা ও মুসল্লিদের নিরাপত্তা।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, দিনাজপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট

আরও খবর

                   

সম্পর্কিত