ভোলা প্রতিনিধিঃ ইউসুফ হোসেন অনিক ২৯ জুন ২০২৪ , ৩:১২:৩২ প্রিন্ট সংস্করণ
ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৫নং ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকায় দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার বেলা সাড়ে ১০টায় স্থানীয় খোকন ও রিপনের বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক খোকন জানান, তারা দুই ভাই এই ঘরে বসত করতেন, সকালে তার ছোটভাইর স্ত্রী রান্না করার জন্য গ্যাসের চুলা জাল্বাতে গেলে কিছু বুঝার আগেই গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। পরে ওই আগুন মুহুর্তেই পুড়ো ঘরে ছড়িয়ে পরে, পুরো বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, মুসলিমপাড়ার রাস্তাটি সরু হওয়ার কারনে ফায়ারসার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌছাতে সমস্যার সম্মুখিন হয়। তারা ওই রাস্তাটি প্রশস্ত করার দাবী জানান।
বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আবুল কালাম আলোকিত প্রতিদিনকে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম তিনি ক্ষতিগ্রস্থ পরিবার দুটিকে সহযোগিতার আশ্বাস দেন।