সারাদেশ

বদলগাছীতে অপচিকিৎসার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে জবাই করে হত্যার হুমকি

  নওগাঁ প্রতিনিধিঃ আবু রায়হান লিটন ২৯ জুন ২০২৪ , ৩:০০:৫৩ প্রিন্ট সংস্করণ

বদলগাছীতে অপচিকিৎসার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে জবাই করে হত্যার হুমকি
ভন্ড কবিরাজ মোঃ মান্নান।

অপচিকিৎসার সংবাদ প্রকাশ করায় নওগাঁর বদল গাছী উপজেলাধীন বিলাসবাড়ী ইউনিয়নের দেওকুড়ি গ্রামের আঃ রহমানের ছেলে কথিত মান্নান কবিরাজ একজন সাংবাদিককে জবাই করে হত্যার হুমকি দেন।


উল্লেখ্য নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় দিন দিন অপচিকিৎসা ও ভণ্ড কবিরাজদের প্রতারণা বেড়েই চলেছে। আবার কেউ জিন বস করার নামে মিথ্যা অভিনয় ও কৌশলে সাধারণ মানুষদের কাটছে পকেট। আবার কেউ কেউ এদের থেকেও অনেক উপরে। বিশেষজ্ঞ ডাক্তার যে সব রোগীর চিকিৎসা করতে ব্যর্থ সেসব রোগীর পরিবারের মানুষদের বিভিন্ন টোটকা জাদু দেখিয়ে রোগী ভালো করার জন্য বেহুলার গান দিয়ে হাতিয়ে নিচ্ছে এক নাইট ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা। সেই সাথে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে রোগীদের পূজা করতে বাধ্য করছে এই কথিত কবিরাজ।

নিজ জেলা ও উপজেলা সহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলায় প্রতিনিয়ত কোনও না কোন স্থানে অসুখ ভাল করার নামে মুসলমানের বাড়ীতে বেহুলার গান চালায় ঐ সব ভন্ড কবিরাজ। বর্তমানে বাংলাদেশ সরকার মানুষের শত ভাগ স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য চিকিৎসকরা দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কিন্ত এই সব ভন্ড প্রতারক কবিরাজরা গ্রামের সহজ সরল সাধারন মানুষদের ভুল বুঝিয়ে চিকিৎসার নামে প্রতারনা করে আসছে বেশ কিছু দিন থেকে।

কবিরাজদের ফাঁদে পড়ে প্রতারিত আর সর্বশান্ত হচ্ছেন অনেক মানুষ। বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের দেওকুড়ি গ্রামের মোঃ আঃ রহমানের ছেলে মোঃ মান্নান কবিরাজ সহ কয়েক জন কবিরাজ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। কবিরাজের নাম ধরে সংবাদ প্রকাশ করায় বদলগাছী মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন কে মান্নান কবিরাজ চাকু দিয়ে জবাই করবে বলে হত্যার হুমকির বার্তা প্রদান করেন যা কল রেকর্ডে প্রমান রয়েছে।

এ ঘটনায় বদল গাছী মডেল প্রেসক্লাবের সভাপতি ও সাঃ সম্পাদক এবং সকল সদস্য সহ নওগাঁ জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকি দাতাকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছেন।

আরও খবর

                   

সম্পর্কিত