প্রচ্ছদ

নালিতাবাড়ীতে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার

  শেরপুর প্রতিনিধিঃ অমিত চক্রবর্তী ২৬ জুন ২০২৪ , ১১:৩২:০৯ প্রিন্ট সংস্করণ

নালিতাবাড়ীতে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার
নালিতাবাড়ীতে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে মসজিদের বারান্দা থেকে অজ্ঞাত ষাটোর্ধ এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের দোহালিয়া গ্রামের খানারাপাড় জামে মসজিদ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

সূত্রে জানা গেছে, বুধবার ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে রাজনগর ইউনিয়নের দোহালিয়া গ্রামের খানারপাড় জামে মসজিদের মোয়াজ্জিন রহিচ উদ্দিন ফজরের নামাজের আজান দিতে এসে মসজিদের বারান্দায় একজন বৃদ্ধকে (পাগল/ভিক্ষুক) মসজিদের বারান্দায় বসে থাকতে দেখতে পান।

নামাজ শেষে মুয়াজ্জিন মসজিদের পাশেই তিনানী বাজারে যান। বাজার থেকে মসজিদের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে দেখতে পান যে, অজ্ঞাতনামা লোকটি মসজিদের বারান্দায় অচেতন অবস্থায় শুয়ে আছে। স্থানীয় ইউপি মেম্বার আকাবর হোসেনকে খবর দিলে তিনি ও আশপাশের লোকজন এসে দেখতে পান অজ্ঞাতনামা লোকটি মারা গেছেন। পরে নালিতাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে নালিতাবাড়ীতে নিয়ে আসে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছেন এবং লাশের পরিচয় শনাক্তের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করেছেন।

আরও খবর

                   

সম্পর্কিত