রাঙামাটি প্রতিনিধি ২৫ জুন ২০২৪ , ৫:২০:২২ প্রিন্ট সংস্করণ
রাঙামাটি জেলা বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত সাজেক ইউনিয়নের দুর্গম নিউথাংনাং পাড়ায় বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবা সংকট নিরসনের জন্য সাজেকবাসীর সেবায় কাজ করছেন বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন। সাজেক ইউনিয়নের প্রত্যন্ত দুর্গম নিউথাংনাং পাড়ার রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ঔষধ সামগ্রী বিতরণ করেছেন ৫৪ বিজিবি ব্যাটালিয়ন।
গত সোমবার দুর্গম বাঘাইহাট ব্যাটালিয়নের নিউথাংনাং বিওপির ক্যাম্পের আওতাধীন ও নিউথাংনাং পাড়ায় বসবাসরত স্থানীয় পাহাড়ি অসুস্থ রোগীদের মাঝে ৫৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি, জি, এর দিক নির্দেশনায় নিউথাংনাং বিওপি কমান্ডার নায়েক সুবেদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে একটি মেডিকেল টিম এই সেবাদান প্রদান করেন।
বেটলিং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ব্যবস্থাপনায় পুরুষ -মহিলা ও শিশুসহ ৫৩জন সর্দি, জ্বর, মাথা ব্যথা এবং ঠান্ডাজনিত কাশি রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত সাজকে ইউনিয়নের দুর্গম নিউথাংনাং পাড়া, অরুন পাড়া ও তারুম পাড়া সহ কিছু এলাকার মানুষ জ্বর, কাশি ও ডায়রিয়া আক্রন্ত হয়ে পড়েন। কিন্তু গ্রামগুলোতে সাথে সড়ক যোগাযোগ পথ না থাকায় তারা হাসপাতালে চিকিৎসা সেবা নেয়ার জন্য যেতে পারছিলেন না। পাশাপাশি গ্রামের আসে পাশে কোন কমিউনিটি ক্লিনিক কিংবা কোন চিকিৎসা কেন্দ্র না থাকায় তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। তাই অসুস্থ রোগী ও তাদের পরিবার-পরিজনরা গ্রামগুলোতে মেডিক্যাল টিম পাঠানোর দাবি জানান।
এব্যাপারে ইউএইচ এন্ড এফপিও তাপস মজুমদার জানান, খবর পেয়ে বাঘাইছড়ি স্বাস্হ্য কমপ্লেক্স হতে স্বাস্হ্য সহকারী হরেন জয় ত্রিপুরার নেতৃত্বে একটি মেডিকেল টিম গতকাল ঘটনাস্হলে পাঠানো হয়েছে। বেটলিং মৌজার হেডম্যান ও স্হানীয় মেম্বার জুপিথাং ত্রিপুরা বলেন, ৫৪ বিজিবি ব্যাটালিয়ন ও স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল টিম কর্তৃক রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। রোগিদের অবস্থা এখন অনেকটাই ভাল আছে।