সারাদেশ

দেবহাটায় পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ

  দেবহাটা প্রতিনিধি ২৪ জুন ২০২৪ , ৯:৪৫:১১ প্রিন্ট সংস্করণ

দেবহাটায় পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ
দেবহাটায় পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ

দেবহাটায় পরিবেশের ভারসাম্য রক্ষায় অতিদরিদ্রদের মাঝে গাছের চারা বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ জুন) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং সুশীলনের বাস্তবায়নে দেবহাটা ফুটবল মাঠে এ বিতরণের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, দেবহাটা সরকারি ইনস্টিটিউশননের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার গৌরঙ্গ চন্দ্র ঘোষ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সুশীলনের সিডিও মিজানুর রহমান। এসময় ৯৯২ টি পরিবারে ৭টি করে ফলজ ও বনজ গাছ উপহার প্রদান করা হয়। এছাড়া ৫টি ইউনিয়নে সর্বমোট ৭ হাজার চারা বিতরণ করা হবে বলে বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়।


বক্তরা বলেন, আমাদের দেশে পরিমান অনুযায়ী বন না থাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা করা যাচ্ছে না। যার ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। এতে প্রাকৃতির বিপর্যয় সৃষ্টি হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় অতিদরিদ্রদের মাঝে গাছের চারা বিতরণের উদ্যোগকে গ্রহন করায় ওয়ার্ল্ড ভিশন ও সুশীলন সংস্থাকে ধন্যবাদ জানান বক্তারা।

আরও খবর

                   

সম্পর্কিত