সারাদেশ

সেন্টমার্টিন থেকে ঝুকি নিয়ে ফিরলেন ২০০পর্যটক

  অনলাইন ডেস্ক ১৪ জুন ২০২৪ , ১১:১৪:৫৯ প্রিন্ট সংস্করণ

সেন্টমার্টিন থেকে ঝুকি নিয়ে ফিরলেন ২০০পর্যটক
নোৗকা থেকে নামছেন সেন্টমার্টিন থেকে আসা যাত্রীরা। ছবি : সংগৃহিত

কক্সবাজারের সেন্ট মার্টিন থেকে বিকল্প পথে তিনটি ট্রলারে করে দুই শতাধিক হোটেল কর্মী, শ্রমিক ও সাধারণ মানুষ টেকনাফে পৌঁছেছে

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ১টার দিকে সেন্টমার্টিন জেটি ঘাট থেকে ট্রলার তিনটি টেকনাফের উদ্দেশে রওনা দেয়। অন্যদিকে গোলাগুলি অব্যাহত থাকায় সেন্টমার্টিনবাসীর জন্য জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বহনকারী নৌযান যেতে পারেনি। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী।

আদনান চৌধুরী বলেন, দুপুর ১টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটি ঘাট থেকে ৩টি ট্রলার যোগে বিজিবি ও কোস্টগার্ড সদস্যদের নিরাপত্তায় অন্তত তিন শতাধিক মানুষ টেকনাফের উদ্দেশে রওনা দেয়। বিকেল ৩টার দিকে ট্রলারগুলো টেকনাফের মুন্ডারডেইল সাগর উপকূলে পৌঁছে। কিন্তু সাগরের প্রতিকূল পরিস্থিতির কারণে এসব ট্রলার থেকে লোকজনকে সরাসরি তীরে ওঠানো সম্ভব হচ্ছিল না। পরে কূল থেকে কয়েকটি ডিঙ্গি নৌকা উপকূলের কিছুদূরে সাগরে অবস্থানকারী ট্রলারগুলোর কাছে পাঠানো হয়। পরবর্তীতে বড় ট্রলার থেকে এসব মানুষকে ডিঙি নৌকায় তুলে তীরে নিয়ে আসা হয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত