সারাদেশ

সেতু ভেঙে খালে বরযাত্রীবাহী গাড়ি, নিহত ১০

  অনলাইন ডেস্ক ২২ জুন ২০২৪ , ৫:৪১:০৬ প্রিন্ট সংস্করণ

সেতু ভেঙে খালে বরযাত্রীবাহী গাড়ি, নিহত ১০
সেতু ভেঙে খালে বরযাত্রীবাহী গাড়ি, নিহত ১০ (ছবি সংগৃহিত)

বরগুনার আমতলীতে সেতু ভেঙে বরযাত্রীবাহী গাড়ি খালে পড়ে ১০ জন নিহত হয়েছেন। শনিবার (২২ জুন) দুপুর ২টার দিকে হলদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক জানান, দুপুর ২টার দিকে হলদিয়া বাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস ও অটোরিকশা সেতুতে উঠলে সেতু ভেঙে খালে পড়ে যায়। এসময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ১০ জনের মরদেহ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

আরও খবর

                   

সম্পর্কিত