নওগাঁ প্রতিনিধি: বিশ্বনাথ সরকার ২২ জুন ২০২৪ , ৪:০৬:১৬ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ২০২৪-২০২৫ বছরের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । গত শুক্রবার সকালে কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে মেজর মোহাম্মদ আব্দুস সালাম (অব.) ও মহাসচিব পদে মোঃ কাজিউল ইসলাম নির্বাচিত হন ।
গত শুক্রবার সকাল ৯.৩০ ঘটিকায় কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২৪-২৫ যথাযথ আনুষ্ঠানিকতায় সম্পন্ন হয়।
ডায়াবেটিক সমিতির সম্মানিত দাতাসদস্য, আজীবন সদস্য ও সম্মানীত পৃষ্ঠপোষকবৃন্দ উপস্থিত ছিলেন। বীরমুক্তিযোদ্ধা মেজর মুহাম্মদ আব্দুস সালাম (অবঃ) এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় কুড়িগ্রাম তিন আসনের মাননীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল হক, সিভিল সার্জন ডা:মো: মঞ্জুর-এ-মুর্শেদ, সমিতির মহাসচিব ও পৌর মেয়র কাজিউল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।
উক্ত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতি ও হাসপাতাল কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনা বক্তব্য প্রদানের পাশাপাশি এবং সর্বাত্মক সহায়তা প্রদানের ব্যাপারে আশ্বাস প্রদান করেন। শেষে নির্বাচন কমিশন আগামী দুইবছরের জন্য কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মেজর মোহাম্মদ আব্দুস সালাম (অব.) ও মহাসচিব পদে কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম নির্বাচিত করে ২৫সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন । এ সময় সভা সঞ্চালনা করেন শামীমা আখতার জেমিন ও দুলাল বোস।