সারাদেশ

নেত্রকোণায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

  অনলাইন ডেস্ক ২১ জুন ২০২৪ , ৪:৩৪:২২ প্রিন্ট সংস্করণ

নেত্রকোণায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোহনগঞ্জ থানা (ফাইল ছবি)

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ডুবে তোরা মনি (৮) নামের এক শিশু মৃত্যু হয়েছে। উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের গৌড়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোরা মনি ঐ গ্রামের মিন্টু মিয়ার মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, তোরা মনিকে বুধবার (১৯ জুন) বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে পানিতে তোরা মনির মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজন।

মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, কয়েকদিনের বর্ষণ ও ঢলের পানিতে গৌড়াকান্দা গ্রামের অনেক বাড়ির সামনের জমি তলিয়ে গেছে। বুধবার বিকালে পানিতে পড়ে তোরা মনি নিখোঁজ হয়। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে।কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

শিশু তোরা মনির চাচা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফয়েজ রহমান প্লাবন বলেন, এই সময়টায় ছোট শিশুদের দিকে সবার নজর রাখা দরকার। আমরা যেভাবে আমাদের পরিবারের শিশুটিকে হারালাম এভাবে আর যেন কোনো মায়ের কোল খালি না হয় সেজন্যে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।

আরও খবর

                   

সম্পর্কিত