সারাদেশ

হাতিরঝিলে নেই দর্শনার্থীর ভিড়

  অনেলাইন ডেস্কঃ ১৭ জুন ২০২৪ , ৮:৪৮:৩৭ প্রিন্ট সংস্করণ

হাতিরঝিলে নেই দর্শনার্থীর ভিড়
হাতিরঝিল লেক (সংগৃহিত ছবি)

রাজধানীর অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র হাতিরঝিল। ছুটির দিনগুলোতে সবুজের সমারোহে কিছুটা সময় কাটাতে পরিবার-পরিজন নিয়ে এখানে ছুটে আসেন অনেকে।বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসবে উপচে পড়া ভিড় দেখা যায় এ ঝিলপাড়ে। কিন্তু এবার কোরবানির ঈদে এ চিত্র ছিল পুরোই উল্টো। অনেক দর্শনার্থী হাতিরঝিলে ঘুরতে এলেও ছিল না বাড়তি চাপ।

সোমবার (১৭ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতিরঝিল ঘুরে দেখা যায়, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব বা প্রিয়তমাকে নিয়ে অনেকে এ বিনোদন কেন্দ্রে ঘুরতে এসেছেন। কেউ কেউ আবার এসেছেন একা। রাজধানীর বাইরের থেকেও অনেকে এখানে ঘুরতে এসেছেন। তবে গত রোজার ঈদের তুলনায় এবার দর্শনার্থীর সংখ্যা অর্ধেকেরও কম দেখা গেছে।

প্রতিবার ঈদের সময় হাতিরঝিলের নৌকায় চড়ার জেটি ঘাটগুলোতে দর্শনার্থীদের দীর্ঘ লাইন থাকে। নৌকায় চড়তে দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। এবার সেখানেও কোনো ভিড় দেখা যায়নি।

তবে এর ভেতরেও অনেকে দূর দূরান্ত থেকে হাতিরঝিলে ঘুরতে এসেছেন। তেমনি একজন রিংকু। স্বামী সন্তানকে নিয়ে গাজীপুর থেকে হাতিরঝিলে ঘুরতে এসেছেন। তিনি বাংলানিউজকে বলেন, এবার ঈদে বাড়ি যাইনি। তাই হাতিরঝিলে ঘুরতে এসেছি। মূলত মেয়ে নৌকায় চড়তে চেয়েছে, তাই এখানে আসা।

আরও খবর

                   

সম্পর্কিত