অনলাইন ডেস্ক ১৫ জুন ২০২৪ , ৩:০৫:৪৭ প্রিন্ট সংস্করণ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা ওপর পড়লে দুমড়েমুচড়ে দুই যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (১৫ জুন) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভরাডোবা ব্লাবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সকাল ১১টার দিকে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ত্রিশাল উপজেলার বৈলর এলাকার আমির উদ্দিন মন্ডলের ছেলে সিএনজিচালিত অটোরিকশার ড্রাইভার আব্দুল হালিম (৪০), আরেকজন অজ্ঞাত যাত্রী।
তিনি বলেন, ‘ঢাকাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ট্রাকটি জব্দ করেছি। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।