সারাদেশ

শান্তির স্বপক্ষে ঝালকাঠির সাংস্কৃতিক কর্মীদের অবস্থান কর্মসূচি ও পথসভা

  ঝালকাটি প্রতিনিধি: মু আল আমীন বাকলাই ১২ আগস্ট ২০২৪ , ১২:১৮:১৭ প্রিন্ট সংস্করণ

শান্তির স্বপক্ষে ঝালকাঠির সাংস্কৃতিক কর্মীদের অবস্থান কর্মসূচি ও পথসভা

গতকাল ১১/০৮/২০২৪ তারিখ “নারীপক্ষ”র সহযোগিতায় ‘সাইডো’র আয়োজনে ঝালকাঠি জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে “আমাদের বাংলাদেশে শান্তি চাই” “দল,মত, ধর্মভিত্তিক আক্রমন,ধংস ও লুটপাট বন্ধ হোক” প্রভৃতি স্লোগানের মধ্য দিয়ে পথসভা ও অবস্থান কর্মসূচী পালিত হয়। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন কবিতাচক্র ঝালকাঠি র সাধারণ সম্পাদক কবি লেখক ও গবেষক মু. আল আমীন বাকলাই। বক্তব্য রাখেন প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, জেডিএস ঝালকাঠির পরিচালক শাহ আলম খলিফা , মুসলেহীন সদস্য শাহনেওয়াজ লাবলু, তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম ঝালকাঠি সমন্বয়ক ছাত্র আন্দোলনের নেত্রী লামিয়া আক্তার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. আরমান হোসেন প্রমুখ। অনুষ্ঠান টি পরিচলনা করেন সৈয়দ হোসাইন আহমেদ কামাল, নির্বাহী পরিচালক সাইডো ও নারীপক্ষের ঝালকাঠি প্রতিনিধি। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা এবং স্কুল-কলেজের ছাত্র ছাত্রীরা শতাধিক উপস্থিত ছিলেন। বক্তারা বলেন ১৯৭১ সালে ৩০লক্ষ শহীদের রক্তে ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ পেয়েছি। ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের মাথায় চেপে বসা জগদ্বল পাথরের উপর থেকে নিষ্কৃতি পেয়েছি আমরা।আমাদের দেশ থেকে সন্ত্রাসীদের নির্মূল করে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। সভাপতির বক্তব্যে মু. আল আমীন বাকলাই বলেন, বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য ছাত্র জনতা আত্মহুতি দিয়েছে। তাঁদের সেই ত্যাগ এবং আত্মদানকে মনে রেখে আমাদেরকে গড়ে তুলতে হবে এ দেশকে। ধর্ম গোত্র-বর্ণ নির্বিশেষে সবাই আমরা বাংলাদেশী। সবার জন্ম এ দেশে। আমরা সকলেই মিলেমিশে এ দেশে বসবাস করছি আবহমান কাল থেকে।দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে মাটি ও মাতৃভূমিকে ভালোবেসে আমাদেরকে দেশ গঠনে এগিয়ে যেতে হবে। দুর্নীতি বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি সকলের নিকট আহ্বান জানান। সম্প্রতি ঝালকাঠিসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী চাঁদাবাজদের অপতৎপরতা রোধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। একটি রাজনৈতিক দলের কতিপয় ব্যক্তিকে বহিষ্কারের মাধ্যমে তারা শুদ্ধি অভিযান পরিচালনা করছেন- এটিকে তিনি স্বাগত জানান। নারীপক্ষে’র মত এরূপ বিভিন্ন সংগঠনের ব্যানারে সন্ত্রাসী চাঁদাবাজ ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি আহ্বান জানান। এই আয়োজন এর জন্য নারীপক্ষ ও সাইডো’কে ধন্যবাদ জানান।

আরও খবর

                   

সম্পর্কিত