সারাদেশ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ঢাকায় প্রান গেলো ভোলার বোরহানউদ্দিনের-৬ জনের

  ভোলা প্রতিনিধি: ইউসুফ হোসেন অনিক ১ আগস্ট ২০২৪ , ৭:৩১:৪০ প্রিন্ট সংস্করণ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ঢাকায় প্রান গেলো ভোলার বোরহানউদ্দিনের-৬ জনের
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ঢাকায় প্রান গেলো ভোলার বোরহানউদ্দিনের-৬ জনের

রাজধানী ঢাকায় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে।নিহতদের মধ্যে একজন ছাত্র ও বাকীরা শ্রমজীবি বলে জানা গেছে।

নিহতরা হলেন, দীপ্ত চৌধুরী (২০) ছাত্র, সুজন(২৫) ট্রাক হেল্পার, লিজা আক্তার (১৪) গৃহকর্মী, ইলিয়াছ(১৮)রাজ মিস্ত্রি, জামাল (৩৫)রিক্সা চালক, ও নাঈম (২৪) ক্ষুদ্র ব্যাবসায়ী।

নিহত ছয়জনের মধ্যে দুজন উপজেলার সাচরা ইউনিয়নের বাসিন্দা, দুজন দেউলা ইউনিয়নের বাসিন্দা বাকি দুজনের এক জন কুতুবা ইউনিয়নের ও একজন বড়মানিকা ইউনিয়নের বাসিন্দা।নিহতদের স্বজনরা জানান, তারা কোনো সহিংসতার সাথে জড়িত ছিলেন না তারা কোনো রাজনৈতিক দলের কর্মীও নন।

নিহত নাঈমের বাবা আঃ জলিল জানায়, তার ছেলে মিরপুরে থাকতেন তিনি বিকাশ কোম্পানিতে চাকুরী করতেন পাশাপাশি বিকেলে মিরপুর ৬নম্বরের বাতেন সড়কের মাথায় বিকেলে ভ্যানে করে গার্মেন্টস আইটেমের মালামাল বিক্রি করতেন মালামাল বিক্রি করতে গেলে সেখানে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

নিহত ট্রাক হেল্পার সুজনের বড়ভাই নিজাম জানান, তার ছোটভাই সুজন ঢাকার মহাম্মদপুরে থাকতেন ২০ জুলাই গাড়ি নিয়ে বেড় হলে ঢাকার গাবতলীতে আলম সাহেবের মাঠে গাড়ির চাকা নষ্ট হলে তিনি গাড়ি থেকে নামেন পরে সেখানে তার ভাই গুলিবিদ্ধ হন পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে নিহত গৃহকর্মী লিজার স্বজন জানান, লিজা শান্তিনগরের একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন ঘটনার দিন ঔই বাসার ১৪ তলায় বারান্দায় দাঁড়িয়ে দেখছিলেন সেখানেই গুলিবিদ্ধ হন, সেখান থেকে উদ্ধার করে গৃহকর্তা রাজধানীর ল্যাবএইড হসপিটালে নিয়ে যান সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাজমিস্ত্রী ইলিয়াছ এর বড়ভাই জানান, তারা ৪ভাই মিলে নারায়ণগঞ্জে একটি ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করেন, ঘটনার দিন কাজ শেষে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় তার ভাইয়ের লাশ পরে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয় একজন ইলিয়াছের মোবাইল ফোন থেকে কন্টাক্ট নাম্বার বেড় করে স্বজনদের ফোন দিয়ে জানায় স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার ভাইয়ের লাশ শনাক্ত করে।

নিহত রিক্সা চালক জামালের মামা জানান, মহাম্মদপুরের চাঁদউদ্যান থেকে রিক্সা নিয়ে বেড় হলে তিনি সংঘর্ষের মধ্যে পড়ে যান সেখানে আতঙ্কে তার মৃত্যু হয়।

নিহতদের মধ্যে ৪জনকে বোরহানউদ্দিন উপজেলায় তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহত রিক্সাচালক জামালকে ঢাকার বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য নিহতদের মধ্যে কুতুবা ইউনিয়নের সনাতন ধর্মের দীপ্ত চৌধুরী (ছাত্র) নিহত হন মাদারিপুরে, তাকে কুতুবা ইউনিয়নে সৎকার করা হয়েছে।

নিহতদের স্বজনরা এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার জোর দাবী জানান ও সরকারের সহযোগিতা কামনা করেন।

আরও খবর

                   

সম্পর্কিত