সারাদেশ

ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল ছাত্রলীগ

  ভোলা প্রতিনিধিঃ ইউসুফ হোসেন অনিক ১২ জুলাই ২০২৪ , ৯:৫৯:০৪ প্রিন্ট সংস্করণ

ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল ছাত্রলীগভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল ছাত্রলীগ
ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল ছাত্রলীগ

ভোলায় কোটাবিরোধী কর্মসূচিতে আন্দোলনকারীদের ধাওয়া ও পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টায় ভোলা সরকারি কলেজের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

জানা যায়, সারা দেশে চলমান কোটাবিরোধী আন্দোলনের কর্মসূচির সাথে একাত্নতা প্রকাশ করে ভোলা সরকারি কলেজে কোটাবিরোধী বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির আয়োজন করেন সাধারণ শিক্ষার্থীরা।

সকাল ১০টার দিকে ভোলা সরকারি কলেজের সামনে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া দেন। এতে পণ্ড হয়ে যায় সারাদেশে চলমান কোটাবিরোধী আন্দোলনের সাথে একাত্নতা প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীদের ডাকা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি।

এ সময় ছাত্রলীগের নেতারা দুজন সাধারণ শিক্ষার্থীকে ধরে নিয়ে পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠান বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশ নেয়ার জন্য সাধারণ শিক্ষার্থীরা ভোলা সরকারি কলেজের সামনের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশে জমায়েত হচ্ছিলেন। এসময় সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ শিক্ষার্থীদের জমায়েত থেকে ছাত্রলীগ এসে শিক্ষার্থী জহির উদ্দিন, আবুল কাশেমসহ দুই-তিনজনকে ধরে নিয়ে যান। ওই শিক্ষার্থীরা একটি রক্তদান সংগঠনে কাজ করতেন বলে জানা গেছে। দুই ঘণ্টার মতো তাদের আটকে রেখে বেধড়ক পিটিয়ে আহত করে তাদের ছেড়ে দেয় ছাত্রলীগ। পরে তারা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। অপরদিকে ছাত্রলীগ কর্মীরা লাঠিসোটা নিয়ে কলেজের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এই বিষয়ে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ জানান, কিছু জামায়াত-শিবিরের পদধারী কর্মী কোটাবিরোধী কর্মসূচির নামে কলেজে বিশৃঙ্খলার চেষ্টা করে পরিকল্পিতভাবে রাস্তায় জড়ো হয়। কিন্তু কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ না করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কোটাবিরোধী আন্দোলনের আহ্বানকারীদের একজন ভোলা সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আরিফ আহমেদ জানান, তারাও চান মেধার ভিত্তিতে সবার চাকরি হোক এখন চাকরি হচ্ছে বিভিন্ন কোটায়। তাই সারাদেশে চলমান কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে তারা কয়েকজন শিক্ষার্থী একাত্মতা প্রকাশ করে ভোলা সরকারি কলেজের সামনে বৃহস্পতিবার বেলা ১১টায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির আয়োজন করেন।
সাধারণ শিক্ষার্থীরা ভোলা সরকারি কলেজের সামনে জমায়েত হতে থাকে, তখন ছাত্রলীগের নেতা-কর্মীরা কয়েকজনকে সন্দেহজনকভাবে ধরে নিয়ে যায়। তাদের ২ঘণ্টার মত আটকে রেখে বেধড়ক পিটিয়ে আহত করে ছেড়ে দেয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই সঙ্গে ছাত্রলীগ ধাওয়া করে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচিকে পণ্ড করে দেয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর সার্কেল) রিপন কুমার সরকার জানান, খবর পেয়ে আমরা ভোলা কলেজের সামনে অবস্থান নেই। কোটাবিরোধী কোনো কর্মসূচি আমরা দেখতে পাইনি।

আরও খবর

                   

সম্পর্কিত