নেত্রকোনা প্রতিনিধিঃ শহীদুল ইসলাম ৯ জুলাই ২০২৪ , ৯:৪৫:৩০ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনা মদন উপজেলায় মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক হল রুমে একটি সুধী সমাবেশ আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি নেত্রকোনা-৪ এমপি সাজ্জাদুল হাসান। এ সময় প্রধান অতিথি এমপি সাজ্জাদুল হাসান সুধী সমাবেশে বলেন দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেশি করে গাছ লাগান। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বির্নিমানে প্রয়োজন দুষ্ট পরিবেশ ও পর্যাপ্ত পরিমাণে গাছ লাগান। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ নিরাপদ পৃথিবী নিশ্চিত করার জন্য বৃক্ষরোপণ অত্যাবশাক। এ সময় সুধী সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইফতেখারুল আলম খান চৌধুরী (আজাদ) উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান তালুকদার শামীম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি সুশীল সমাজ,গণ্যমান্য ব্যক্তিবর্গ,ও গণমাধ্যম কর্মীগণ। আলোচনার শেষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে উপজেলায় সৌন্দর্য বর্ধনের জন্য এক যোগে ৫ হাজার বিভিন্ন ফলজ বনজ,ঔষধি ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাস্তায় ও সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়।