রাঙ্গামাটি প্রতিনিধি: রকিব উদ্দিন রকি ৫ জুলাই ২০২৪ , ৮:৪৮:১৩ প্রিন্ট সংস্করণ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ি ঢলে ২ শিশুর মৃত্যু। গত মঙ্গলবার উপজেলায় সহপার্টিদের সাথে বন্যার পানি দেখতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন কৃতিত্ব চাকমা নামের এক স্কুল পড়ুয়া ছাত্র। নিখোঁজের ২দিন পর বৃহস্পতিবার সকালের দিকে নিখোঁজ হওয়া স্থানেই তাঁর লাশ ভেসে ওঠে। ভেসে উঠা শিক্ষার্থী মধ্যম বাঘাইছড়ি গ্রামের মিল্টন চাকমার ছেলে। এর আগে গত ২জুন মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার সময় এই মর্মান্তিক র্দূঘটনা ঘটেছে। পৌরসভার ৮ নং ওয়ার্ড হতে নারিকেল বাগান সড়কে সহপাঠীদের সাথে বন্যার পানি দেখতে গিয়ে পা পিচলে বন্যার পানির স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছিলেন কৃতিত্ব চাকমা। তিনি বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র ছিলেন।
অপরদিকে পৃথক ঘটনায় একই উপজেলার আলাদা ইউনিয়নে বন্যার পানিতে ডুবে সোহা চাকমা নামের আরেক শিক্ষার্থী মৃত্যু বরণ করেছে। তিনি বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্ৰামের মোহনী চাকমার মেয়ে।
বুধবার (৩ জুলাই) বিকাল আনুমানিক ৫ ঘটিকায় ঘটনাটি ঘটে। রুপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহা চাকমা বিটি উচ্চ বিদ্যালয়ে ৬ ষ্ট শ্রেণীর ছাত্রী। পিতা-মোহনী চাকমা, মাতা- জোসনা চাকমা।বাড়ী- বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্ৰামে। সোহা চাকমা স্কুল থেকে যাবার পর মা জোসনা বাইরে যায়। ঘরে এসে দেখে মেয়ে বাড়ীর পাশে বন্যার পানিতে ভাসছে। উদ্ধার পূর্বক দেখা যায়, সোহা চাকমা আর বেচে নেই।
পৃথক স্থানে দুই স্কুল শিক্ষার্থী পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।