মোহাম্মদ আলী ৪ জুলাই ২০২৪ , ৯:৪৮:৩৩ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ নগরীর আমলাপাড়া এলাকায় ২৫ শতক (যার আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি টাকা) খাস জমি উদ্ধার করলেন ময়মনসিংহ সদরের সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি।
গত ০৩ জুলাই বুধবার বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার টাউন মৌজায় খতিয়ান ১ দাগ নং ৩১৭৯/৩৫০২ আমলাপাড়ায় ২৫ শতক খাস জমি উদ্ধার করে সহকারী কমিশনার ( ভূমি) আসাদুজ্জামান রনি । এসময় সঙ্গে ছিলেন পৌর ভূমি অফিসের ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম, সার্ভেয়ার মতিউর রহমান, সার্ভেয়ার ফয়সাল, অফিস সহকারী উমর ফারুক সহ ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ ।
এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি বলেন, ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সরকারি খাস জমি উদ্ধার করছি, এখন পর্যন্ত সদর উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৮/১০ টি খাস জমি উদ্ধার করেছি,আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।