সারাদেশ

তাহিরপুরে আমন ধানের বীজ ও সার বিতরণ

  সুনামগঞ্জ প্রতিনিধিঃ আবুহায়াত আহমেদ ১ জুলাই ২০২৪ , ১০:০৮:০৮ প্রিন্ট সংস্করণ

তাহিরপুরে আমন ধানের বীজ ও সার বিতরণ
তাহিরপুরে আমন ধানের বীজ ও সার বিতরণ

কৃষি প্রণোদনা হিসাবে তাহিরপুরের ৮৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিন। প্রণোদনা হিসাবে প্রতি কৃষককে দেয়া হয়েছে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান -উদ-দৌলা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন, নারী ভাইস চেয়ারম্যান আইরিন আক্তার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।

আরও খবর

                   

সম্পর্কিত