ময়মনসিংহ প্রতিনিধি ১ জুলাই ২০২৪ , ৮:১৫:৩১ প্রিন্ট সংস্করণ
“স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে উদ্বোধনী মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট,মোমেনশাহী পলিটেকনিক ইনস্টিটিউ ও স্কাবো পলিটেকনিক ইনস্টিটিউট এর অংশগ্রহণের শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী বিকাশের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়।
গত রবিবার ৩০ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ শওকত হোসেনের সভাপতিতে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উদ্বোধনী মেলার আয়োজক কমিটি আহবায়ক ও ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সাইন্স টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী বুলবুল আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান (ননটেক বিভাগ) এ, কে, এম মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার নিপেন্দ্র নাথ সরকার,ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার বিপ্লব কুমার সরকারসহ প্রমুখ।
আলোচনা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে এ মেলায় আটটি স্টলে শিক্ষার্থীদের নিজেদের পণ্য প্রযুক্তি গুলো প্রদর্শন করেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন স্কাবো পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মাহমুদুল হাসান, মোমেনশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মেহেদী হাসান ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।