সারাদেশ

সুনামগঞ্জের নিস্নাঞ্চলে ফের বন্যার শঙ্কা

  সুনামগঞ্জ প্রতিনিধিঃ আবুহায়াত আহমেদ ১ জুলাই ২০২৪ , ৭:৪৫:৩৭ প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জের নিস্নাঞ্চলে বন্যার শঙ্কা
সুনামগঞ্জের নিস্নাঞ্চলে বন্যার শঙ্কা

প্রথম দফার বন্যার রেশ কাটতে না কাটতেই ফের বন্যার মুখোমুখি হচ্ছেন সুনামগঞ্জের নিস্নাঞ্চলের বাসিন্দারা। আগামী তিনদিন ভারী বৃষ্টি হতে পারে। এর পরের পাঁচদিনও এই অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে জানিয়েছেন আবহাওয়াবিধরা।

গেল ২৪ ঘণ্টায় এপারে বর্ষার বৃষ্টি ১৭০ মিলি মিটার ও চেরাপুঞ্জিতে ৩১৩ মিলিমিটার বৃষ্টি হওয়ায় পাহাড়ের পাদদেশের নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। পর্যটন এলাকা তাহিরপুর- সুনামগঞ্জ সড়কের ডুবন্ত সড়ক আবার তলিয়ে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রী ও এলাকাবাসীর চলাচলে ব্যবহার করতে হচ্ছে ফেরি নৌকা।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উজানে অর্থাৎ মেঘালয় চেরাপুঞ্জিতেও বৃষ্টি আছে। তাতে সুনামগঞ্জে নদীর পানি বৃদ্ধি পাবে। একইসঙ্গে নিস্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে, গত ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি বেড়েছে দুপুর ১২ টায় সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্ট দিয়ে পানি বিপদ সীমার তিন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। 

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার নিস্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বললেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হলে নিস্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে।

আরও খবর

                   

সম্পর্কিত