জাতীয়

কাল থেকে নামবে বৃষ্টি,কমবে তাপপ্রবাহ

  প্রতিনিধি ২ মে ২০২৪ , ১১:১৪:২০ প্রিন্ট সংস্করণ

কাল থেকে নামবে বৃষ্টি,কমবে তাপপ্রবাহ
ছবিঃ সংগৃহীত

তীব্র গরমের মধ্যে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের তাপমাত্রা নিয়ে বুধবার আগারগাঁও আবহাওয়া অফিসে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান।

ব্রিফিংয়ে জানানো হয়,চলমান তাপপ্রবাহ আজও অব্যাহত থাকবে। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি হবে। সিলেট, চট্টগ্রাম, বরিশালসহ দেশের পশ্চিমাংশে বৃষ্টি শুরু হবে। পরে তা ক্রমান্বয়ে সারাদেশে ছড়িয়ে পড়বে। তখন তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসবে।

এছাড়া সামনের দিনগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার পাশাপাশি তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও খবর

                   

সম্পর্কিত