প্রতিনিধি ১৫ মে ২০২৪ , ২:১৬:২৭ প্রিন্ট সংস্করণ
এ বছর পুরো এপ্রিল মাসজুড়ে সারাদেশের ওপর দিয়ে বয়ে গেছে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ।
আবার ফিরে এসেছে অতি তীব্র তাপপ্রবাহ। গতকাল মঙ্গলবার ৪ বিভাগ ও ১২টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। আজ বুধবার তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। আগামীকাল ”বৃহস্পতিবার ও তার পরদিন শুক্রবারও” এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কক্সবাজার, ভোলা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা আজ অব্যাহত থাকার পাশাপাশি বিস্তার লাভ করতে পারে।