সারাদেশ

চকরিয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে  গ্রেফতার-২ রেলওয়ে থানায় মা-ম-লা

  টেকনাফ প্রতিনিধি: শামসুল আলম শারেক ২৫ জুন ২০২৪ , ৯:৩৬:৪৮ প্রিন্ট সংস্করণ

চকরিয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে  গ্রেফতার-২ রেলওয়ে থানায় মা-ম-লা
চকরিয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে  গ্রেফতার-২ রেলওয়ে থানায় মা-ম-লা

কক্সবাজারের চকরিয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করার ঘটনায় ভিডিও দেখে অভিযান চালিয়ে পুলিশ জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার (২২ জুন) রাতে চকরিয়া থানা পুলিশের সহায়তায় চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের একটি টিম চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাদা এলাকা থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। 

গ্রেফতার দুইজন হলেন পাথর নিক্ষেপকারী চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পহরচাদা এলাকার আবদুল হাকিম এর ছেলে পেয়ার মোহাম্মদ পেয়ারু (২২) ও আবদুল্লাহ আল নোমান (২২)। গতকাল বিকালে দু’জন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম। 

তাঁর আগে ঘটনার বিষয়ে গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম রেলওয়ে থানায় প্রেস ব্রিফিং করে বিস্তারিত তুলে ধরেছেন রেলওয়ে পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার হাছান চৌধুরী। তিনি বলেন, গত ১৮জুন (মঙ্গলবার) সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ঈদ স্পেশাল ট্রেন চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক পাথর নিক্ষেপ করেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পরে রেলওয়ে পুলিশের একটি টিম চারদিন ধরে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে অবস্থান নিয়ে খোঁজখবর নিয়ে তিনজনকে শনাক্ত করে। এরপর অভিযান চালিয়ে পেয়ারু ও নোমানকে গ্রেফতার করা হয়। আরেক অভিযুক্ত আরিফুল ইসলাম পলাতক রয়েছে বলে জানান তিনি।

আরও খবর

                   

সম্পর্কিত