অনলাইন ডেস্ক ২৮ জুলাই ২০২৪ , ১১:০১:০৮ প্রিন্ট সংস্করণ
সরকার ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযো ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
পলক বলেন, সরকারের পক্ষ থেকে ইন্টারনেট বন্ধ করা হয়নি। ঢাকা বিভাগের ১৭টি জায়গায় হামলা হয়েছে। মহাখালীতে তিনটি ডেটা সেন্টারে ১৮টি আইআইজির সিস্টেম রয়েছে। সেখানে থাকা আইএসপির ৭০ শতাংশ সার্ভার থাকে। তাই ইন্টারনেট একা একাই বন্ধ হয়েছে। আমরা বন্ধ করিনি।
মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে আজ বৈঠকে বসবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।
রোববার (২৮ জুলাই) অপারেটরদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
মোবাইল ফোনের ফোরজি নেটওয়ার্ক চালুর বিষয়ে তিনি বলেন, আমরা রোববার সকাল ৯টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সঙ্গে বৈঠক ডেকেছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে রোববার-সোমবারের মধ্যেই ফোরজি নেটওয়ার্ক আমরা উন্মুক্ত করে দেবো।