প্রতিনিধি ২৪ জুলাই ২০২৪ , ৯:০৫:৫১ প্রিন্ট সংস্করণ
গত ১৭ ঘণ্টায় দেশের মোট ১ কোটি ১০ লাখ ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের প্রায় ৪০ শতাংশ ফিরেছে।
তথ্য : ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অব বাংলাদেশ (আইএসপিএবি)।
সংযোগ পুনঃস্থাপিত হলেও, গতি নেই। এতে ব্যক্তি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক গ্রাহকরা নির্বিঘ্নভাবে পাচ্ছেন না অন্তর্জালের এ সেবা। তাছাড়া, বিপুল পরিমাণ তথ্য ব্যবহার করে বাণিজ্যিক গ্রাহকরা, যেখানে সংযোগ আজ বিকেল পর্যন্ত ইন্টারনেটের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফেরেনি বলেও জানা গেছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং এর সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, হাবগুলোতে অবস্থিত আউটসোর্সিং ফার্মগুলোয় এরমধ্যেই ইন্টারনেট সংযোগ চালু হয়েছে। “এখন হাবের বাইরে অবস্থিত যেসব প্রতিষ্ঠান এখনো সংযোগ ফিরে পায়নি, আমরা তাদের একটি তালিকা তৈরি করছি। বিটিআরসির মাধ্যমে ওইসব এলাকার আইএসপিগুলোকে তা জানানো হবে।”
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস- এর সভাপতি রাসেল টি আহমেদ বলেন, “ডিজিটাল অর্থনীতিকে সচল করতে আগে সব বাণিজ্যিক গ্রাহককে কানেক্ট করা জরুরি এটা আমরাও বুঝি, কিন্তু তারপরে ইন্টারনেটের গতি বাড়ানোর উদ্যোগও নিতে হবে।