খেলা

যখন আমরা টুর্নামেন্টে এসেছি তখন লক্ষ্য ছিল সুপার এইটে যাওয়া,আমি খুশি: হাথুরু

  স্পোর্টস ডেস্ক ২১ জুন ২০২৪ , ১২:২৯:৩৩ প্রিন্ট সংস্করণ

যখন আমরা টুর্নামেন্টে এসেছি তখন লক্ষ্য ছিল সুপার এইটে যাওয়া,আমি খুশি: হাথুরু
সংগৃহিত ছবি

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের অবস্থা ছিল বেশ নাজুক। যুক্তরাষ্ট্রের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর প্রত্যাশা গিয়ে ঠেকেছিল তলানিতে।

কিন্তু অল্প আশা নিয়ে খেলতে গিয়ে বিশ্বকাপে দারুণ করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতে জিতে সুপার এইটে জায়গা করে নিয়েছে তারা।  

সুপার এইটে প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অজিদের বিপক্ষে ম্যাচের আগেই দলকে উপভোগের মন্ত্র জঁপে দিয়েছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।  আইসিসির সঙ্গে এক সাক্ষাত্কারে চণ্ডিকা হাথুরুসিংহে বলেছেন, ‘আমরা যখন এই টুর্নামেন্ট (বিশ্বকাপ) খেলতে আসি তখন আমাদের প্রথম লক্ষ্য ছিল সেরা আটে খেলা। আমরা সেটি অর্জন করতে পেরেছি। বোলাররা আমাদের টিকিয়ে রেখেছে। কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছে এবং নিজেদের পক্ষে কন্ডিশন কাজে লাগাতে পেরেছে। আমরা এভাবেই এগিয়ে যেতে চাই। এই পর্বে আসতে পেরে আমরা ভীষণ খুশি। আর এখান থেকে যা কিছু পাব, সেটাই আমাদের জন্য বোনাস। সেজন্য আমরা এখন অনেক স্বাধীনতা নিয়ে খেলব। আমাদের যতটুকু সামর্থ্য আছে, সেটি নিয়েই প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাই।

হাথুরুসিংহে দ্বিতীয় বারের মতো বাংলাদেশের ড্রেসিংরুম সামলানোর দায়িত্বে রয়েছেন।

আরও খবর

                   

সম্পর্কিত