স্পোর্টস ডেস্ক ১৪ জুন ২০২৪ , ৭:৩৯:৩২ প্রিন্ট সংস্করণ
চলমান টি-২০ বিশ্বকাপের নবম আসরে প্রথম ম্যাচে লঙ্কানদের সাথে জিতে শুভসূচনা করলেও পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভাগ্যের ফেরে হেরে আবারও ব্যাকফুটে চলে গিয়েছিল টাইগাররা।
আর এতে করে শঙ্কা জেগেছিল সুপার এইটে ওঠা নিয়ে। তবে গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল ২৫ রানে জিতেছে বাংলাদেশ। আর এই জয়ের মধ্য দিয়ে এখন টাইগারদের সুপার এইটের পথ অনেকটাই নিশ্চিত।তবে বাংলাদেশ ক্রিকেটের এমন জয়ের দিনে দেশের ফুটবল নিয়ে জন্ম নিয়েছে নতুন এক আলোচনা।
টাইগারদের ও ডাচদের এই ম্যাচ দেখার ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ ফুটবলার, লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। আর ব্রিটিশ ফুটবলারের এই স্টোরির পর তার দেশের খোঁজ খবর রাখার বিষয়টি যেন নজরে এসেছে সবার।