খেলা

মায়ামিতেই ক্যারিয়্যারের ইতি টানবেন,মেসি

  স্পোর্টস ডেস্ক ১৩ জুন ২০২৪ , ৪:২৮:৩৯ প্রিন্ট সংস্করণ

মায়ামিতেই ক্যারিয়্যারের ইতি টানবেন,মেসি
মায়ামিতেই ক্যারিয়্যারের ইতি টানবেন,মেসি (সংগৃহিত ছবি)

বার্সেলোনায় শুরু, বার্সেলোনাতেই শেষ

বহু বছর ধরে ভক্ত-সমর্থকদের মুখে এমন কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি লিওনেল মেসির জীবনে। ক্যাম্প ন্যু ছেড়ে প্যারিস, সেখান থেকে এখন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে বাস মেসির। তবে এই পালাবদলের মধ্যে নিজেকে আর রাখতে চান না তিনি। নিজেই জানিয়েছেন সেকথা।

ইসএপিএনকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘এখন পর্যন্ত এটিই (মায়ামি) আমার শেষ ক্লাব হতে চলেছে বলে মনে করি।

২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে অবসর নিয়ে বিভিন্ন সময় প্রশ্নের মুখে পড়তে হয় এই আর্জেন্টাইন মায়েস্ত্রাকে। এ নিয়েই ওই সাক্ষাৎকারে কথা বলেন তিনি।

‘বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর বিষয়টি অনেকেই এভাবে দেখছেন। তবে আমি ফুটবল ভালোবাসি। প্রত্যেক দিনের অনুশীলন উপভোগ করি। যখনই ভাবি (একদিন আমার ক্যারিয়ার) শেষ হয়ে যাবে, তখনই ভয় ঘিরে ধরে আমাকে।

তবে যে ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন, তা স্বীকার করে নিয়ে অবশিষ্ট প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করেন বলেও জানান তিনি।

আরও খবর

                   

সম্পর্কিত