স্পোর্টস ডেস্ক ১০ জুন ২০২৪ , ৫:৩০:৪৬ প্রিন্ট সংস্করণ
রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে ৬ রানে হেরেছে পাকিস্তান দল। এরপরেই সমালোচনার মুখে পড়েছে বাবর আজম অ্যান্ড কোম্পানি। বিশেষজ্ঞ থেকে প্রাক্তনী ও পাকিস্তান ক্রিকেটের ভক্ত সকলেই বাবর আজমদের সমালোচনা করছেন। এমন পরিস্থিতে বাবরদের নিয়ে কড়া মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। আসলে পাকিস্তান দলের পারফরম্যান্সে খুশি নন পাকিস্তান ক্রিকেট বোর্ড, তারই পূর্বাভাস দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান।
পরপর দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে আছে বাবর আজমের দল। তাদের সুপার এইটের ভাগ্য টিকে আছে পরের দুই ম্যাচে বড় জয় এবং অনেক যদি কিন্তুর ওপর। এদিকে, ভারতকে অল্পতে আটকে দিয়েও জয় হাতছাড়া হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। এর মধ্যেই দলে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি।
ভারত-পাকিস্তান ম্যাচের পর গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাকভি বলেন, ‘মনে হয়েছিল পাকিস্তান ক্রিকেট দলের জন্য মাইনর সার্জারিই (ছোটখাটো অস্ত্রোপচার) যথেষ্ট। কিন্তু এ ধরনের বাজে পারফরম্যান্সের পর এটা পরিষ্কার যে, দলে মেজর সার্জারি দরকার।’ আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা রয়েছে। ১২০ রানের লক্ষ্যে নেমে পাকিস্তানের শুরুটা মোটেই মন্দ ছিল না। প্রথম চার ওভারেই ২১ রান তোলে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের জুটি। ৮০ রানে ৩ উইকেট হারানোর পরও পাকিস্তান ছিল জয়ের কক্ষপথে। সেখান থেকেই একের পর এক ডট বল দলের ওপর চাপ বাড়িয়েছে। রিজওয়ানের উইকেট কার্যত ভারতকে জয়ের সুবাস এনে দেয়। পাকিস্তানের হয়ে শাদাব খান, মোহাম্মদ ইফতিখারের মতো প্রতিষ্ঠিত ব্যাটাররা দলে থাকলেও ম্যাচে আর ফেরাই হয়নি পাকিস্তানের।
বিশ্বকাপের আগে শাহিন আফ্রিদিকে সরিয়ে বাবরকে আবার সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জামাইকে অধিনায়ক হিসেবে একটা সিরিজ দেখেই বোর্ডের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন শহিদ আফ্রিদি। টি-টোয়েন্টি বিশ্বকাপে পরপর দু’টি ম্যাচে হারের পর হতাশ আফ্রিদি দায়ী করেছেন বাবরকেই। সাবেক এই অধিনায়ক বলেন, ‘একজন অধিনায়ক দলের সবাইকে এক সূত্রে বাঁধতে পারে। আবার সে দলের পরিবেশ নষ্টও করে দিতে পারে।