প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৪ , ১২:৩০:০৫ প্রিন্ট সংস্করণ
শ্রীলঙ্কা বাংলাদেশকে 192 রানে হারিয়েছে দিনের শুরুটা যেমন হয়েছে, তাতে বাংলাদেশের ইনিংস এতটা দীর্ঘ হওয়ার কথা নয়। দিনের পঞ্চম ওভারেই মেন্ডিসের বলে থামে তাইজুল ইসলামের ইনিংস।
তাইজুল আউট হলেও টিকে ছিলেন হাসান মাহমুদ। মিরাজ-হাসান জুটির সৌজন্যে এই সিরিজে প্রথমবার বাংলাদেশ ৩০০ রান করে। টেস্টে এই নিয়ে পঞ্চমবার চতুর্থ ইনিংসে ৩০০ পেরোল বাংলাদেশ। চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ৪১৩, ২০০৮ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষেই।
হাসানের ইনিংসের ইতি টানেন লাহিরু কুমারা। বাউন্সারের ফাঁদে পড়ে শর্ট লেগ ফিল্ডারের হাতে ক্যাচ তোলেন হাসান, তিনি ২৫ বল থেকে রান করেছেন ৬। কিন্তু,মিরাজের সঙ্গে তাঁর জুটি ছিল ৬৫ বলে ৩১ রান, শেষ ব্যাটসম্যান খালেদকে টিকতে দেননি কুমারা।
৮৫তম ওভারে ৮ বলে ২ রান করা খালেদকে বোল্ড করেন এই ফাস্ট বোলার। তাতে ৩১৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। মিরাজ ১১০ বল খেলে ৮১ রানে অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন কুমারা।