প্রতিনিধি ৮ জুন ২০২৪ , ২:২৬:০৯ প্রিন্ট সংস্করণ
ধানাঞ্জয়া ডি সিলভার লেগ স্টাম্পের ওপর শর্ট ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় টাইমিং করতে পারলেন না সৌম্য সরকার। মিড অফ থেকে কিছুটা পিছিয়ে ক্যাচ নিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
বিস্ময়ে কয়েক মুহূর্ত ক্রিজে দাঁড়িয়ে রইলেন সৌম্য। আরেকটি শূন্য ঝুলিতে পুরে এরপর ধীর পায়ে ড্রেসিং রুমে ফিরলেন বাঁহাতি ওপেনার।চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে আরও দুজন অন্তত দশটি শূন্যর দেখা পেয়েছেন।
স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন ৯২ ম্যাচে ১০ বার আউট হয়েছেন রানের খাতা না খুলেই। সমান সংখ্যক ম্যাচে একই অভিজ্ঞতা হয়েছে শ্রীলংকার দাসুন শানাকারও।