খেলা

খেলাকে উৎসব হিসেবে দেখতে বললেন সৌম্য

  প্রতিনিধি ৫ জুন ২০২৪ , ১২:৫৮:৫৬ প্রিন্ট সংস্করণ

খেলাকে উৎসব হিসেবে দেখতে বললেন সৌম্য
সংগৃহীত ছবি

কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলবো,না ফাইনাল খেলতেই যাবো’- টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে এমন দৃঢ়তা সৌম্য সরকারের কণ্ঠে। তবে এটি পূরণে মাঠের পারফরম্যান্সই যে মূল বিষয়, সে কথাও মনে করিয়ে দিলেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার।

 বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে।বিশ্বকাপ সামনে রেখে “লাল সবুজের গল্প” শুরু করেছে বিসিবি। জাতীয় দলের ক্রিকেটারদের এই সিরিজ-গল্পগুলো পোস্ট করা হচ্ছে বিসিবির ফেসবুক পেজে। 

সোমবার (৩ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে নিজের বিশ্বকাপ ভাবনা জানান সৌম্য। বিশ্বকাপে খেলা প্রসঙ্গে সৌম্য বলেন, যেকোনো বিশ্বকাপে খেলাই গর্বের বিষয়। একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ খেলাটা আমাদের সবারই স্বপ্ন। যেভাবে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম ২০১৫ সালে, সেই রোমাঞ্চ কাজ করবে এবারও। ২০২৪ সালটা স্মরণীয় করে রাখতে চাই। নিজের পাশাপাশি দলকে ভালো কিছু উপহার দিতে চাই।

বাঁহাতি ওপেনার সৌম্য বলেন, আমি সব সময় স্বপ্ন বড় দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। এটা আমার ব্যক্তিগত চিন্তা, আমি সব সময় স্বপ্ন বড় দেখতে পছন্দ করি। কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলব ফাইনাল খেলতে যাব। এরপর মাঠে ভালো খেলব বা খারাপ খেলব তার উপর নির্ভর করে কিন্তু স্বপ্ন বড় দেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব সেরাটা দেওয়ার। আগের দুই বিশ্বকাপে ভালো কিছু করিনি, ২০২৪ স্মরণীয় করে রাখতে চাই।

ভক্ত-সমর্থকদের উদ্দেশ করে সৌম্য বলেন, “খেলায় হারজিত থাকে,উত্থান-পতন থাকে,ভালো খারাপ থাকে। সবকিছু মিলিয়ে তারা (ভক্ত-সমর্থকরা) যেন তাদের দিক থেকে এটিকে উৎসব হিসেবে নেয়। আমরা খেলোয়াড়রা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। তারা (ভক্ত-সমর্থকরা) যেন এর ভেতর থেকেই তাদের হ্যাপিনেসটা খুঁজে নেয়।”

আরও খবর

                   

সম্পর্কিত