প্রতিনিধি ৫ জুন ২০২৪ , ১২:১৭:০৬ প্রিন্ট সংস্করণ
কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর কত নম্বর জার্সি পরে খেলবেন তিনি, এনিয়ে চলছে আলোচনা। সদ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা ক্লাবটি আনুষ্ঠানিকভাবে জানায়নি এখনো, তবে আলোচনা চলছে সমানে।
সূত্রে জানা যাচ্ছে, এখনই এমবাপের পছন্দের ৭ নম্বর ও ১০ নম্বর জার্সি পাচ্ছেন না তিনি। এই জার্সিগুলো পরে খেলছেন ভিনিসিয়াস জুনিয়র ও লুকা মদ্রিচ।অবশেষে সেই রহস্যের জবাব পাওয়া গেল।
বিশ্বস্ত সূত্র ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, রিয়াল মাদ্রিদে নয় নম্বর জার্সি পরবেন এমবাপ্পে। অন্তত আগামী এক বছর এই নম্বরের জার্সি পরেই খেলবেন তিনি। এর কারণ, বর্তমানে দশ নম্বর জার্সি ধারণ করছেন কিংবদন্তি লুকা মডরিচ। তিনি আরও একটি মৌসুম মাদ্রিদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।