প্রতিনিধি ১ জুন ২০২৪ , ৪:১৭:৫৩ প্রিন্ট সংস্করণ
ইউরোপিয়ান ফুটবলে বছরের সেরা রোমাঞ্চকর রাত আজ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। ফুটবল পরাশক্তি দুই দেশের দুই ক্লাব মুখোমুখি।
রাত ১টায় ইংল্যান্ডের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে হবে রোমাঞ্চকর লড়াই। শেষ পর্যন্ত কার হাতে উঠবে শিরোপা, স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ নাকি জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড?
বুন্দেসলিগায় মৌসুমটা ভালো না কাটলেও চ্যাম্পিয়নস লিগে দাপট দেখিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। যার জের ধরে শিরোপা থেকে হাতছোঁয়া দূরত্বে রয়েছে তারা।রিয়ালেরও এই মৌসুমটি ছিল দুর্দান্ত। কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটিকে (৪-৩) ও সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে (৪-৩) হারিয়ে ফাইনালে এসেছে তারা।ফাইনাল। এর আগে গণমাধ্যমের কাছে বেলিংহ্যাম জানিয়েছেন রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার প্রত্যাশা, ‘এই ধরনের ম্যাচে খেলাই আমার এখানে আসার কারণ। আমি সব সময় এই দলের হয়ে খেলার ও গোল করার স্বপ্ন দেখতাম। এই দল মানেই চ্যাম্পিয়ন্স লিগ, এটাই তারা সব সময় চায়। আমি এই দলের সঙ্গে একটু ইতিহাস গড়তে চাই।’
ডর্টমুন্ড কোচ এদিন তেরজিচও তাদের ফেভারিট হিসেবে মানছেন। তবে রিয়ালকে আরেকটি শিরোপা উপহার দিতে আসেননি বলে জানিয়েছেন তিনি।