প্রতিনিধি ৩০ মে ২০২৪ , ৪:১২:৫১ প্রিন্ট সংস্করণ
লিগ শিরোপা হাতছাড়া হওয়ার পরও চাকরি বাঁচানোর শেষ সুযোগ ছিল বায়ার্ন মিউনিখ কোচ টমাস টুখেলের হাতে। আর সেটি করতে ইউরোপ সেরা হতে হতো ক্লাবটিকে।
সে পথে অনেকটা পথ এগিয়েও গিয়েছিল দলটি। তবে শেষ পর্যন্তও হারও কপালে জুটেছে তার। আর তাতেই এক রকম ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছেন টুখেল।ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, কোম্পানির সঙ্গে ১০ মিলিয়ন ইউরোতে চুক্তি করতে যাচ্ছে বায়ার্ন। তবে বিনিময়ের পরিমাণ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি কোনো পক্ষ। প্রিমিয়ার লিগে বার্নলিকে অবনমন থেকে বাঁচাতে না পারলেও কোম্পানির উপরই ভরসা রাখছে জার্মান বুন্দেসলিগার ক্লাবটি।
আগামী তিন বছরের জন্য ক্লাবটিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব ভার ছেড়ে দিয়েছে কোম্পানির ওপর।