প্রতিনিধি ২৬ মে ২০২৪ , ৫:৩২:২৫ প্রিন্ট সংস্করণ
আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠের লড়াই।
বিশ্বকাপকে সামনে রেখে ভারতের অধিকাংশ ক্রিকেটার যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছেন। শনিবারের ২৫ মে ফ্লাইট ধরাদের মধ্যে নেই বিরাট কোহলি। কাগজপত্রের কাজ এখনও শেষ না হওয়ার কারণেই এমনটি ঘটেছে। ফলে শঙ্কা জেগেছে, বাংলাদেশের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে তাকে দেখা যাবে কি না।
শুধু বিরাট নন,নির্দিষ্ট সময়সূচির থেকে বেশ কয়েকদিন পরে বিশ্বকাপ খেলতে আমেরিকা যাবেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসং এবং মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।