প্রতিনিধি ২২ মে ২০২৪ , ১০:২৩:১২ প্রিন্ট সংস্করণ
জয়ের ভিত গড়ে দিয়েছেন বোলাররা। সানরাইজার্স হায়দরাবাদকে বেঁধে ফেলেছেন নাগালের মধ্যে। পরে ব্যাটারদের দৃঢ়তায় হেসে খেলেই জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স।
প্রথম দল হিসেবে তারা উঠে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমের ফাইনালে। টুর্নামেন্টে এ নিয়ে চতুর্থবার ফাইনালে উঠল দুইবারের চ্যাম্পিয়নরা।মঙ্গলবার (২১ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে কলকাতা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংস শেষে ১৫৯ রান করে হায়দরাবাদ। জবাবে ব্যাটিংয়ে নেমে ৬ ওভার ২ বল হাতে রেখে লক্ষ্য পেরিয়ে যায় কলকাতা।