খেলা

এলপিএলে দল পেলেন তাসকিন

  প্রতিনিধি ২১ মে ২০২৪ , ৫:২৪:০৭ প্রিন্ট সংস্করণ

এলপিএলে দল পেলেন তাসকিন

এবার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেলেন বাংলাদেশি পেসার তাসকিন আহমদে। মঙ্গলবার ড্রাফটে ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে তাসকিনকে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স।

এর আগে গতকাল মুস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে এলপিএলের দল ডাম্বুলা থান্ডার্স। অপরদিকে নিলামে অবিক্রীত রয়েছেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম।

আজ ২১ মে এলপিএলের নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে উঠে লিটনের নাম। তার ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার ডলার। কিন্তু তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল। এরপর উইকেটরক্ষক ব্যাটার মুশফিককেও দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্জাইজি। নিলামে মুশফিকের ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার ডলার।

নিলামের প্রথম রাউন্ডে তাসকিনের নাম উঠলে কলম্বো তার প্রতি আগ্রহ দেখায়। অন্য কোনো দল তাসকিনের প্রতি আগ্রহ না দেখালে ৫০ হাজার ডলারেই বিক্রি হন তাসকিন।

আরও খবর

                   

সম্পর্কিত