প্রতিনিধি ১৯ মে ২০২৪ , ৩:৫৫:৩১ প্রিন্ট সংস্করণ
কেভেবেছিল সমীকরণের মারপ্যাঁচে এতটা এগিয়ে থাকার পরও আইপিএলের প্লে-অফে খেলা হবে না চেন্নাই সুপার কিংসের।
পুরো আসরে দারুণ ছন্দে থাকা চেন্নাই একেবারে শেষে এসে খেল বড়সড় ধাক্কা। অথচ প্রথম আট ম্যাচে একটি জেতা বেঙ্গালুরু কি না শেষ ছয় ম্যাচে টানা জয়ে নিশ্চিত করল প্লে-অফ। এমন অবিশ্বাস্য হারের পর মুস্তাফিজকে স্মরণ করলেন চেন্নাইয়ের অধিনায়ক রতুরাজ গায়কোয়াড়।
গতকাল (শনিবার) ঘরের মাঠ চিন্নাস্বামীতে চেন্নাইয়ের বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেটে ২১৮ রানের বড় পুঁজি গড়েছিল আরসিবি। দলের হয়ে ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন ফ্যাফ ডু প্লেসি। জয়-পরাজয় ছাপিয়ে প্লে-অফে যাওয়ার লড়াইয়ে সুবিধাজনক অবস্থানেই ছিল চেন্নাই। বেঙ্গালুরুর বিপক্ষে জিততে বড় টার্গেট হলেও ২০১ রান করলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যেত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৯১ রানেই থেমেছে ধোনিরা। অর্থাৎ ১০ রান স্বল্পতায় কপাল পুড়েছে তাদের।
মুস্তাফিজ থাকলে চেন্নাইয়ের প্রথম ইনিংসে ভালো ভূমিকা রাখতে পারতেন। বেঙ্গালুরুর বিপক্ষে এবারের আইপিএলে প্রথম দেখায় ফিজ চার উইকেট নিয়ে দলকে জিতিয়েছিলেন দাপটের সঙ্গে। দেশে ফেরার চেন্নাইয়ের জার্সিতে ৯টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। ৯ ম্যাচে ২২.৭১ গড় আর ৯.২৬ ইকোনমিতে ১৪ উইকেট নিয়েছেন। যা চেন্নাইয়ের টুর্নামেন্ট শেষ হওয়ার পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট। তার চেয়ে ফ্র্যাঞ্চাজিটির হয়ে বেশি উইকেট পেয়েছেন কেবল তুষার দেশপান্ডে। ১৪ ম্যাচ খেলে চেন্নাইয়ের দেশীয় এই পেসার ১৭ উইকেট নিয়েছেন