আন্তর্জাতিক

নিষিদ্ধ হলেন হার্দিক পান্ডিয়া

  প্রতিনিধি ১৮ মে ২০২৪ , ২:৫৬:৪২ প্রিন্ট সংস্করণ

নিষিদ্ধ হলেন হার্দিক পান্ডিয়া

সময়টা মোটেই ভালো যাচ্ছে না মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। এবারের আইপিএল থেকে তার দল মুম্বাই ইন্ডিয়ানস ছিটকে গেছে সবার আগে।

কাল নিজেদের শেষ ম্যাচেও লক্ষ্ণৌর কাছে হেরেছে তারা। এবার আইপিএলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন হার্দিক পান্ডিয়া। চলতি আসরে তাদের আর কোনো ম্যাচ নেই। তাই আগামী আসরের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক।

গতকাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি মুম্বাইয়ের বোলাররা। আসরে তৃতীয় বারের মতো স্লো ওভার রেটের নিয়ম ভঙ্গ করায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়লেন হার্দিক। একই সঙ্গে তাকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানাও করা হয়েছে।আইপিএলের নিয়মানুসারে তিনবার নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল ২০ ওভার শেষ করতে ব্যর্থ হলে সেই দলের অধিনায়কের শাস্তি হয়। আগে দুই ম্যাচে মন্থর ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছিল হার্দিককে। তৃতীয়বার একই ভুল করায় হার্দিকের ৩০ শতাংশ ম্যাচ ফি কেটে নেয়া হয়েছে। সেই সঙ্গে একটি ম্যাচের জন্য নিষিদ্ধও হয়েছেন। আইপিএলের চলতি আসরে আর মুম্বাইয়ে কোনো ম্যাচ না থাকায় পরের আসরের প্রথম ম্যাচে এ শাস্তি কার্যকর হবে। যা বিশ্বকাপে কোনো প্রভাব ফেলবে না।

আরও খবর

                   

সম্পর্কিত