খেলা

পরিচ্ছন্নতা কর্মীদের সাথে ঝাড়ু হাতে রাস্তায় তামিম ইকবাল

  স্পোর্টস ডেস্ক ১১ মে ২০২৪ , ১:১১:২৩ প্রিন্ট সংস্করণ

পরিচ্ছন্নতা কর্মীদের সাথে ঝাড়ু হাতে রাস্তায় তামিম ইকবাল
ছবিঃ সংগৃহীত

রাতের নগরে সিলেটের রাজপথে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে নেমে গেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।

নগরের সিটি পয়েন্ট থেকে কিনব্রিজ সংলগ্ন সুরমা নদীর তীর পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযানে তাকে অংশ নিতে দেখা গেছে। পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে তাঁর পাশাপাশি ঝাড়ু হাতে ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীও।শুক্রবার ১০ মে)রাত সাড়ে ১০টার দিকে নগরের সিটি পয়েন্ট থেকে এ অভিযান শুরু করা হয়।

তামিম বলেন, সারাদেশে সিলেটবাসীর আলাদা সুনাম আছে। আধ্যাত্মিক এই নগরী আগের চেয়ে বর্তমানে আরো বেশি পরিচ্ছন্ন। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।

মূলত পরিচ্ছন্নতা কাজে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সারথী হলেন এই ক্রিকেট তারকা।

আরও খবর

                   

সম্পর্কিত