প্রতিনিধি ১০ মে ২০২৪ , ৩:৩৭:০০ প্রিন্ট সংস্করণ
লিওনেল মেসির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেই ন্যাপকিন আবার আলোচনায়। বার্সেলোনার সঙ্গে মেসির যখন প্রাথমিক চুক্তি হয়েছিল তখন তা একটা ন্যাপকিনে লেখা হয়েছিল।
মালিকানা নিয়ে দ্বন্দ্বে মাস দুয়েক আগে স্থগিত হয়ে গিয়েছিল নিলাম। চুক্তির বিখ্যাত সেই ন্যাপকিন পেপারের নিলাম অবশেষে শুরু হয়েছে। ব্রিটিশ নিলাম হাউস ”বোনহামস” এর মাধ্যমে হচ্ছে এই নিলাম। যার মূল্য তিন থেকে পাঁচ লাখ পাউন্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিলাম হাউস বোনহামস ফুটবল ওয়েবসাইট ইএসপিএনকে বলেছিল, ন্যাপকিন পেপার বিক্রির ক্ষেত্রে ‘কোনো সমস্যা নেই।’ তাদের ওয়েবসাইটে ‘হোরাসিও গাজ্জোলির সম্পত্তি’ হিসেবে তালিকাভুক্ত করা আছে এটি।